দিল্লিতে বঙ্গের ভোট কৌশল নিয়ে বৈঠক বিজেপির
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। করোনা আবহের মধ্যেই তাই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহাকে নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পৌরহিত্যে এই বৈঠকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী, অরবিন্দ মেননও উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে দল কোন কৌশল গ্রহণ করবে তা নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একজন প্রার্থীর মাপকাঠি কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, প্রার্থী বাছাইয়ে সংখ্যালঘুদের অন্তত ৬০ টি বিধানসভায় প্রার্থী করার পক্ষে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাব দিয়েছেন মুকুল রায়। এই প্রস্তাবে অবশ্য সায় নেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপি সূত্রে খবর এমনটাই।