টিডিএন বাংলা ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভার ২৮টি আসনে উপ নির্বাচন হবে। তার আগে রাজ্যের যুবকদের নজর কাড়তে রাজ্য সরকারের একাধিক বিভাগে খালি পদে কর্মী নিযুক্তির নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন মুখ্যমন্ত্রী আবাসে এ প্রসঙ্গে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বসেন শিবরাজ সিং চৌহান। ওই বৈঠকেই স্বরাষ্ট্র, রাজস্ব, কারাগার, গণপূর্ত, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য বিভাগের শূন্য পদগুলিতে খুব শীঘ্রই কর্মচারী নিযুক্তির নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন এবং বিভাগীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।