দেশ

কঙ্গনা রানাউতের দপ্তরে নিজেদের পদক্ষেপকে সমর্থন করলো বিএমসি; মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বাই হাইকোর্টে আজ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ফিল্ম প্রোডাকশন হাউস মণিকর্ণিকা দপ্তরে বিএমসির ভাঙচুর নিয়ে মামলার শুনানি হয়। এর আগে বুধবার হাইকোর্ট বিএমসিকে জিজ্ঞাসা করেছিল যে সম্পত্তির মালিকের অনুপস্থিতিতে কিভাবে বিএমসির কর্মীরা অফিসের ভেতরে প্রবেশ করলেন? এধরনের আরো অনেক প্রশ্নই করা হয় বিএমসিকে।

অপরদিকে বিএনপির পক্ষ থেকে দাখিল করা জবাবে বলা হয়েছে, নিয়ম অনুসারে কাজ করা হয়েছে। অবৈধ নির্মাণের মামলায় আদালতের দখলদারির প্রয়োজন নেই। বিএনসিসি হলফনামার পর কঙ্গনা রানাওয়াতের আইনজীবী রেজোয়ান সিদ্দিকী কঙ্গনার স্বপক্ষে নিজেদের যুক্তিগুলি তুলে ধরেন। যার পরিপ্রেক্ষিতে আদালত কঙ্গনা রানাওয়াত এর আইনজীবিকে বিএমসির দাখিল করা হলফনামায় বিরুদ্ধে নিজেদের জবাব আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। অপরদিকে বিএমসির আইনজীবিকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কঙ্গনা রানাওয়াত এর পক্ষ থেকে তুলে ধরা যুক্তিগুলি স্বপক্ষে নিজেদের যুক্তি দাখিল করার নির্দেশ দেয় আদালত। এর সাথে এই মামলার পরবর্তী শুনানির দিন চলতি মাসের ২২ তারিখ নির্দিষ্ট করা হয়।

Related Articles

Back to top button
error: