টিডিএন বাংলা ডেস্ক: ভারত চীন সীমান্ত বিবাদ প্রসঙ্গে বিগত কয়ে সপ্তাহ ধরে মোদী সরকারের মৌনতা নিয়ে প্রশ্ন তুললেন আসাদুদ্দিন ওয়েসি। এদিন নিজের ফেসবুক অ্যাকউন্ট থেকে মোদীর মৌনতা নিয়ে তীব্র সমালোচনা করে আসাদুদ্দিন ওয়েসি লেখেন,”ভারতের সীমান্তে চীন সেনাকে সামলাতে আমাদের সশস্ত্র সৈনিকেরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করছেন। কিন্তু সমস্যা আমাদের সেনাকে নিয়ে নয়। সমস্যা আমাদের উচ্চ স্তরের রাজ নৈতিক নেতাদের নিয়ে যারা এই সময় মৌন রয়েছেন।ভারতের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে কেন কোনো মন্তব্য করেননি?” নিজের এই প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদির সাম্প্রতিক সময়ে প্রকাশিত হওয়া ময়ূরকে খাবার খাওয়ানোর কথা উল্লেখ করে রীতিমতো কটাক্ষ করে ওয়েসি লিখেছেন, “সম্ভবত যখন তিনি ময়ূর দের খাবার খাওয়ানোর থেকে সময় পাবেন তখন তিনি দেশের মানুষকে বলবার সময় পাবেন এবং চীনের নাম উল্লেখ করে সাহস সঞ্চার করবেন।”
