দেশ
শীঘ্রই পশ্চিমবঙ্গে কার্যকর হবে সিএএ; জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ।সোমবার একদিনের জন্য উত্তরবঙ্গের ঝটিকা সফরে এসে শিলিগুড়ি থেকে এমনটাই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার জেপি নাড্ডা বলেন, করোনা মহামারীর জন্য সিএএ কার্যকর করতে বিলম্ব হয়েছে, কিন্তু এবার খুব শীঘ্রই এই আইন লাগু করা হবে।
শিলিগুড়ি থেকে জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভেদ তৈরি করে শাসন করার অভিযোগ করে আগামী বিধানসভায় রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলেই দাবি করেছেন। তিনি বলেন, সিএএ অবশ্যই কার্যকর হবে। নিয়ম- কানুন তৈরি হচ্ছে। করোনার সংকটের কারণে এই কাজ কিছুটা থেমে গিয়েছিল কিন্তু করোনার সংকট কেটে গেলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবেন। নাড্ডা বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়নে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।