দেশ

টিভি মিডিয়া নয়, আগে ডিজিটাল মিডিয়ার ওপর রাশ টানার জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রচার নিয়ন্ত্রণ করতে কোন গাইডলাইন নির্ধারণ করতে গেলে প্রথমে টিভি মিডিয়ার ওপর নয় বরং ডিজিটাল মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ করা উচিত সুপ্রিম কোর্টের। বেসরকারি টিভি চ্যানেল সুদর্শন টিভির বিরুদ্ধে চলা মামলার প্রসঙ্গে কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে টিভি মিডিয়ার থেকে ডিজিটাল মিডিয়ার প্রভাব অনেক সুদুরপ্রসারি।

এদিন আদালতে কেন্দ্রের তরফ থেকে জমা দেওয়া একটি হলফনামায় বলা হয়েছে,”ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো অ‍্যাপ্লিকেশনের কারণে ডিজিটাল মিডিয়া অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই ডিজিটাল মিডিয়ার মারাত্মক প্রভাব রয়েছে এবং এই সম্ভাবনার কারণেই আদালতের উচিত আগে ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ গ্রহণ করা।”শুধু তাই নয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত কাঠামো এবং রায়দানের জায়গা রয়েছে।বাকস্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার ভারসাম্য রক্ষার বিষয়টি ইতিমধ্যেই সংবিধিবদ্ধ বিধান এবং রায় দ্বারা পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সুদর্শন টিভি মামলা প্রসঙ্গে বৈদ্যুতিন সংবাদমাধ্যম গুলিকে রীতিমত ভৎসনা করে সুপ্রিম কোর্ট। ইউপিএসসির মত সরকারি চাকরির পরীক্ষায় মুসলিম অনুপ্রবেশ কেন ঘটছে সেই নিয়ে বেসরকারি টিভি চ্যানেল সুদর্শন টিভিতে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবার কথা ছিল, যার প্রোমো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়। এই ঘটনায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত আপাতত সুদর্শন টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, কোন একটি জাতিকে বা সম্প্রদায় কে বিশেষভাবে নিশানা করা যাবে না।

মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ বলেছে, কোন একটি সম্প্রদায় কে নিশানা করে তার মানহানি করা বা কোন একজনের ভাবমূর্তি নষ্ট করার পেছনে বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির সক্রিয় ভূমিকা রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সমস্যা হল শুধুমাত্র টিআরপি। যার ফলে উত্তেজনা প্রবণ এবং স্পর্শকাতর খবরের খোঁজ অনেক সময়ই মানহানির পর্যায় চলে যায়।

এই মামলার প্রসঙ্গেই ইলেকট্রনিক মিডিয়ার গাইডলাইন নির্ধারণ করতে একটি প্যানেল তৈরি করার পরামর্শ দেয় আদালত। এই দিন সেই প্রসঙ্গেই কেন্দ্রের তরফ থেকে এই হলফনামা জমা করা হয়।

Related Articles

Back to top button
error: