টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারীর পরিস্থিতির কারণে এবার দুর্গা পুজোয়আসামের ডিব্রুগড় এ ঘটা করে মায়ের মূর্তি পূজা নয় শুধুমাত্র বৈদিক নিয়ম মেনেই করা হবে পুজো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ডিব্রুগড় প্রশাসন। এ প্রসঙ্গে ডিওআই কমিশনার পল্লব গোপাল ঝা -এর অফিসে সমস্ত দুর্গা পুজো কমিটির সদস্যরা একটি বৈঠক করেন ১২ সেপ্টেম্বর। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবছর মায়ের মূর্তি নয়, বৈদিক রীতিনীতি মেনে করা হবে পুজো। ডিওআই কমিশনর পল্লব গোপাল ঝা জানিয়েছেন, সমস্ত পুজো কমিটিগুলি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছ যে, এ বছর মূর্তিপূজার বদলে বৈদিক নিয়মে ঘটে পূজার অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে যে সমস্ত মন্দিরে আগে থেকেই মূর্তি প্রতিস্থাপিত রয়েছে সেখানে করোনাভাইরাস-এর কথা মাথায় রেখে সোশ্যাল ডিসটেন্সিং ও স্যানিটাইজেশনের নিয়ম মেনে পুজো করার অনুমতি দেওয়া হবে।
পল্লব গোপাল ঝা জানিয়েছেন, করো না পরিস্থিতির কারণে এ বছর বারোয়ারি পুজো অর্থাৎ রাস্তার ধারে প্যান্ডেল তৈরি করে পুজো করার অনুমতি দেওয়া হবে না। এমনকি দুর্গাপূজা উপলক্ষে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা জনসমাবেশেরও অনুমতি দেওয়া হবে না।