দেশ

নোটবন্দি, জিএসটি এবং লকডাউনের জন্যই আজ দেশের যুবসমাজ জাতীয় বেরোজগার দিবস পালন করছে: কানাইয়া কুমার

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশজুড়ে রাষ্ট্রীয় বেরোজগার দিবস পালন করছে দেশের যুব সমাজ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক দেশের বাড়তে থাকা বেকারত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। দেশের অর্থনীতির হাল তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে দেশের যুবসমাজের এই আন্দোলনকে সমর্থন করে এগিয়ে এলেন বামপন্থী ছাত্র নেতা কানাইয়া কুমার। তাঁর অভিযোগ,নোটবন্দি, জিএসটি এবং লকডাউনের জন্যই আজ দেশের যুবসমাজ জাতীয় বেরোজগার দিবস পালন করছে।

এদিন নিজের ফেসবুক পেজে তিনি লেখেন,”যুবকদের প্রতি বছর দু’কোটি চাকরি দেবার মিথ্যে প্রলোভন দেখিয়ে ক্ষমতায় আসা এই সরকার লাগাতার ক্ষুদ্র ও মাঝারি বর্গের শিল্পকে ধ্বংস করেছে এবং সরকারি ক্ষেত্রগুলোকে ক্রমাগত বেসরকারিকরণ করে চলেছে। নোটবন্দি, জিএসটি এবং চার ঘণ্টার নোটিশে লকডাউনের মতো সিদ্ধান্ত গুলির জন্য গরিব এবং মধ্যবিত্ত যুবকদের একটা পুরো জেনারেশনের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে। অনেক আশা নিয়ে এই সরকারকে ভোট দেওয়া যুবসমাজ আজ জাতীয় বেরোজগারি দিবস পালন করতে বাধ্য হয়েছে।”

কানহাইয়া কুমার অভিযোগ করেছেন, সরকারের কাছে নাতো এই সমস্ত বেরোজগার দের কোন তথ্য রয়েছে নাই তাদের বেরোজগারি দূর করার জন্য কোন নীতি সরকার গ্রহণ করেছে। যদি কিছু করেন তা শুধুমাত্র মিথ্যে প্ররোচনা, ঘৃণা এবং ষড়যন্ত্র। আর এই সরকারের দোসর হয়েছে মিডিয়া যারা মানুষের আসুন সমস্যার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টায় সব সময় ব্যস্ত রয়েছে। তিনি আফসোস করে বলেছেন যে সরকারের এই মনোভাবের অনেক বড় মূল্য দেশকে দিতে হবে।

Related Articles

Back to top button
error: