দেশ
অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার নিজেদের বলে দাবি করেছে চিন: জানালেন রাজনাথ সিং
টিডিএন বাংলা ডেস্ক: অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার নিজেদের বলে দাবি করেছে চিন। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অন্তত ৩৮,০০০ বর্গ কিমি এলাকা বেআইনি ভাবে দখল করে রেখেছে চিন। রাজনাথ সিং স্পষ্ট করে বলেন, বিশ্বের কোনও শক্তি লাদাখে ভারতীয় সেনার টহলদারি আটকাতে পারবে না। ভারতীয় সেনার টহলদারি আটকানোর জন্য চিনা বাহিনীর চেষ্টাই লাদাখে সংঘাতের কারণ। পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনীর টহলদারির ধরণও বিন্দুমাত্র পরিবর্তিত হবে না। সীমান্ত সুরক্ষাকে মজবুত করতে ভারত প্রচুর বিনিয়োগ করেছে বলেও জানিয়ে দেন।