দেশ

গোবর দিয়ে তৈরি চিপ রোধ করতে পারে মোবাইলের বিকিরণ; দাবি করলেন রাষ্ট্রিয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাথিরিয়া

টিডিএন বাংলা ডেস্ক: গরুর বর্জ্য ব্যাবহার করে বানানো যেতে পরে রেডিয়েশন চিপ। ওই চিপ নাকি রোধ করতে পারে মোবাইলের ক্ষতিকর বিকিরণ। বিতর্কিত মন্তব্য রাষ্ট্রিয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ ভাই কাথিরিয়ার। তাঁর দাবি, রোগ প্রতিরোধে গোবরই একমাত্র রক্ষাকবচ।আর এই গোবর যে মোবাইলের ক্ষতিকর বিকিরণ রোধ করতে পারে তারা নাকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এমনকি বিকিরণ রোধে গোবরকে রেডিয়েশন চিপ হিসেবে মোবাইলে সরাসরি ব্যবহার করা যেতে পারে।

কেন্দ্রীয় সরকারি ওই আধিকারিক সোমবার গোবর দিয়ে তৈরি একটি প্রকাশ করেন। তিনি বলেন, এটি একটি রেডিয়েশন চিপ। আপনার মোবাইলে এটা রাখতে পারেন। তাঁর দাবি চিপ মোবাইলে রাখলে মোবাইলের ক্ষতিকর রেডিয়েশনের পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়। তাই রোগ এড়াতে চাইলে গোসত্ত্ব কবচ নামে ওই ব্যবহার করা যেতে পারে।

গরুর বিভিন্ন বজ্র পদার্থের আয়ূর্ভেদিক গুণের কথা উল্লেখ করে কাথিরিয়া গোমূত্র পান নিয়ে বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের স্বীকারোক্তি প্রসঙ্গ উত্থাপন করে বলেন, এটা ওষুধ। আমরা আমাদের বিজ্ঞান ভুলে গিয়েছি। তবে আমরা একটি প্রকল্প শুরু করছি যেখানে সেই বিষয়গুলি নিয়ে পুনরায় আলোচনা এবং চর্চা করা হবে যেগুলোকে আমরা মিথ হিসেবে মনে করি। কাথারিয়ার দাবি গোবর দিয়ে তৈরি বিভিন্ন জিনিসে বিকিরণ রোধক ক্ষমতা থাকে। যা ঘরে রাখলে ঘর বিকিরণ মুক্ত হয়ে ওঠে। শুধু তাই নয় এই কথাটি বিজ্ঞান অনুমোদিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশে পাঁচশ’র বেশি গোশালায় এই বিশেষ বিকিরণ রোধক চিপ তৈরি হচ্ছে বলে জানান ওই কেন্দ্রীয় সরকারি আধিকারিক। এই চিপ চাহিদা অনুযায়ী পাঠানো হচ্ছে আমেরিকাতেও। আমাদের দেশে ওই চিপের প্রতিটির দাম গড়ে ৫০ থেকে ১০০ টাকা। অপরদিকে মার্কিন মুলুকে ওই চিপের একেকটি ক বিকোচ্ছে ১০ মার্কিন ডলারে।

Related Articles

Back to top button
error: