দেশ

মধ্যপ্রদেশ উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে আরও ন’জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক: মধ্য প্রদেশের আসন্ন বিধানসভা উপ-নির্বাচনের জন্য কংগ্রেসের পক্ষ থেকে আরও ন’জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। জওড়া থেকে পঙ্কজ উপাধ্যায়, সুমাওয়ালি থেকে আজব কুশওয়াহা, গোয়ালিয়র পূর্বের সতীশ সিকোয়ার, পোহরির হরিবল্লভ শুক্লা, সুরকি থেকে পারুল সাহু, মান্ধাতা থেকে উত্তম রাজ নারায়ণ সিংহ, টিঙ্কুবাড়ার অভিষেক সিংহ ও রাকেশ পাতিদারের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ১৫ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছিল।

Related Articles

Back to top button
error: