দেশজুড়ে কৃষক বিদ্রোহের মধ্যেই তিনটি কৃষি বিলেই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
টিডিএন বাংলা ডেস্ক: রবিবার বিতর্কিত তিনটি কৃষি বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একশন ভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বিরোধীদের এবং কৃষকদের প্রবল বিরোধিতার মধ্যেই সংশোধিত তিনটি কৃষিবিদ এই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সুতরাং ওই তিনটি বিলি এখন আইনে পরিণত হলো।এবার শুধুমাত্র সরকারের পক্ষ থেকে একটি গেজেটের মাধ্যমে এটিকে প্রকাশ করা বাকি রয়েছে।
দেশজুড়ে কৃষকদের প্রতিবাদের তোয়াক্কা না করেই সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে সংসদের উৎস এবং নিম্নকক্ষে পাশ হয়ে যায় কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন বিল এবং কৃষিপণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন ও চুক্তি চাষ সংক্রান্ত বিল। এই বিল নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়েছে গোটা দেশ। একদিকে দেশের সমস্ত কৃষক সংগঠনগুলির একত্র হয়ে এই আইনের বিরোধিতা করে ভারত বনধ আন্দোলন করেছে অপরদিকে রাজ্যসভায় বিধি না মেনে এই আইন পাশ করানোর অভিযোগে রাষ্ট্রপতির কাছে বিরোধীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল যাতে এই বিলে তিনি স্বাক্ষর না করেন। এমনকি কৃষি বিলের বিরোধিতা করে পাঞ্জাবের শিরোমনি অকালি দল তথা বিজেপির সবথেকে পুরনো মিত্র, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ বা এনডিএর জোট ভেঙে বেরিয়ে আসে গতকাল। কিন্তু এত বিরোধীতার পড়েও শেষ পর্যন্ত আইনে পরিণত হয়ে গেল সংশোধিত তিনটি কৃষি বিলই।