টিডিএন বাংলা ডেস্ক: কৃষি বিল নিয়ে চলতে থাকা বিরোধিতা এবং ৮ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন বড়িষ্ঠ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেন,”সরকারকে কৃষি সম্বন্ধীয় বিল আনার আগে সমস্ত দল এবং কৃষক নেতাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।”
বিরোধী দলের সাংসদদের পক্ষ থেকে ৮ জন বিরোধী সাংসদের বিরুদ্ধে সাসপেনশন অর্ডার তুলে নেওয়ার অনুরোধও করা হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। এদিকে, বুধবার সংসদ ভবনের পরিসরের মধ্যে কৃষি বিলের বিরোধিতায় মৌন বিরোধ প্রদর্শন করেন বিরোধী দলের সাংসদরা। সাংসদরা নিজেদের হাতে কৃষকদের বাঁচাও, শ্রমিকদের বাঁচাও, গণতন্ত্রকে বাঁচাও লেখা প্ল্যাকার্ড তুলে নিয়ে সংসদ ভবনে মহাত্মা গান্ধীর মূর্তি থেকে শুরু করে ডঃ আম্বেদকর এর মূর্তি পর্যন্ত মৌন মার্চ করেন। এরপর গান্ধী মূর্তির পাদদেশে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ডিএমকে, জাতীয় জনতা দল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্যরা সম্মিলিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।