খেলা

IPL 2020 : KKR Vs Mi, দুবাইয়ের বুর্জ খলিফা সেজে উঠলো কেকেআরের রঙে

টিডিএন বাংলা নিউজ ডেস্ক: আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতার নাইট রাইডার্সের প্রথম খেলা দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে। আইপিএল ২০২০ পঞ্চম ম্যাচে মাঠে নামবে শাহরুখের কলকাতা বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে উত্তেজনার পারদ চড়েছে দুবাইয়ে। তবে ২২ গজে কার্তিকরা নামার আগেই বড়সড় চমকের সাক্ষী থাকল গোটা পৃথিবীর কলকাতা নাইট ফ্যানরা। পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফাকে রাঙানো হল পার্পেল রঙে। গোটা বুর্জ খলিফা জুড়ে ফুটে উঠছে কেকেআর। সাথে কেকেআর স্কোয়াডের একাধিক ক্রিকেটারদের ছবি ও তাদের ঘিরে থাকা একাধিক ঘটনা।

https://twitter.com/BurjKhalifa/status/1308459853568970752?s=19

কেকেআরের রঙে বুর্জ খলিফা সজ্জিত হয়ে অফিসিয়াল টুইটারে বুর্জ খলিফার তরফ থেকে কেকেআরকে স্বাগত জানানো হয়েছে।

কেকেআর-এর সম্পূর্ণ স্কোয়াড:
আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক(অধিনায়ক), হ্যারি গুর্নি (আহত), কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমন গিল, সিদ্ধেশ লাদ, সুনিল নারাইন, প্যাট কামিনস, ইয়ন মরগান , বরুণ চক্রবর্তী, টম বান্টন, রাহুল ত্রিপাঠি, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, প্রবিন তম্বে, এম সিদ্ধার্থ।

এম আই -এর সম্পূর্ণ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্ডিক পান্ড্য, ইশান কিশান (c), জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ড্য, জেমস প্যাটিনসন, মিচেল ম্যাকক্লেনাঘন, কুইন্টন ডি কক ( wk), রাহুল চাহার, শেরফেন রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, আদিত্য তারে (wk), আনমলপ্রীত সিং, অনুবুল রায়, ধাওয়াল কুলকার্নি, কাইরন পোলার্ড, নাথান কুল্টার-নীল, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, দিগ্বিজয় দেশমুখ, যুবরাজ বলবন্ত রায় সিং, মহসিন খান।

Related Articles

Back to top button
error: