লাগাতার বৃষ্টিতে স্তব্ধ বানিজ্য নগরী; বন্ধ রেল চলাচল, লিফটে আটকে মৃত দুই নিরাপত্তা রক্ষী
টিডিএন বাংলা ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে থমকে গেছে বাণিজ্য নগরীর ব্যস্ততা। ১৯৭৪ সালের পর প্রথমবার এত প্রবল বৃষ্টির দাপটে জেরবার মুম্বইবাসিরা। সান্তাক্রুজ আবহাওয়া দপ্তরের গণনা অনুযায়ী গত ২৪ ঘন্টায় গোটা মুম্বইতে মোট ২৮৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার ফলে জলবন্দি হয়েছে নানা চক, ভেন্ডি বাজার, গোল টেম্পল, কোলাবা, সান্ত্রাক্রুজ সহ একাধিক এলাকা। বিপদসীমার ওপর দিয়ে জলের প্রবাহ শুরু হওয়ায় বন্ধ করা হয়েছে মুম্বইয়ের রেল পরিষেবা। বহু জায়গায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ।
আগামী ২৪ ঘন্টায় মুম্বইয়ে আরো ভারী বৃষ্টিপাত সম্ভাবনার কথা জানিয়েছে আবহওয়া দপ্তর।থানে, পালঘর, রায়গাদ-সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই জারি করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা।
ভারী বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেন্ট্রাল মুম্বাইয়ের অগ্রিপদ বিল্ডিংয়ে লিফটের মধ্যে আটকে পড়ে মৃত্যু হয়েছে দুই সিকিউরিটি গার্ডের।
পুলিশ সূত্রে জানা গেছে, লিফটের মাধ্যমে মুম্বই সেন্ট্রালের ওই বহুতলের বেসমেন্ট থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার চেষ্টা করছিলেন দুই নিরাপত্তারক্ষী। কিন্তু, ওই লিফটের দরজা আটকে যায় এবং ওই বিল্ডিংয়ের ওই অংশ জলমগ্ন হয়ে যাওয়ার কারণে লিফটের মধ্যে জলবন্দি হয়েই মারা যান ওই দুই ব্যক্তি। পরে ফায়ার ব্রিগেডের অফিসাররা লিফটের দরজা খুলতে সক্ষম হলেও বাঁচানো যায়নি দুই নিরাপত্তারক্ষীকে।