দেশ

শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মান্তকরণ গ্রহণযোগ্য নয়, জানালো এলাহাবাদ হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্মান্তকরণ গ্রহণযোগ্য নয়। আজ এমনটাই জানালো এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি মাস খানেক আগে
ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছিলেন এক যুবতী। তারপর থেকেই রীতিমতো হুমকি আসতে থাকে বলে অভিযোগ। আর যা নিয়েই আদালতের দ্বারস্থ হন স্বামী-স্ত্রী।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট দম্পত্তির আবেদন খারিজ করে দেয়। বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, ওই মহিলা বিয়ের এক মাস আগে ধর্মান্তরিত হন অর্থাৎ ধর্মান্তর শুধু মাত্র বিয়ের উদ্দেশ্যে হয়েছিল। কেবল বিয়ের জন্য ধর্মান্তকরণ গ্রহণযোগ্য নয়-
২০১৪ সালের এলাহাবাদ হাইকোর্টের এই রায় উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের ২২৬ নম্বর ধারা অনুযায়ী বিষয়টিতে হস্তক্ষেপ করবে না আদালত।

Related Articles

Back to top button
error: