টিডিএন বাংলা ডেস্ক: লাভ জিহাদ আটকানোর জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন খুব শীঘ্রই লাভ জিহাদ রুখতে আইন আনতে চলেছে সরকার। পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি রায়ের সূত্র ধরে তিনি আরো বলেন,”যারা নিজেদের পরিচয় লুকিয়ে মহিলাদের সম্মানে আঘাত করছেন তাদের রাম নাম সত্য করা হবে।” যোগী আদিত্যনাথ এদিন আরো বলেন, হাইকোর্টের রায় অনুসারে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা প্রয়োজনীয় নয়।
প্রসঙ্গত উত্তরপ্রদেশে বেশ কয়েকদিন ধরে লাগাতার একের পর এক লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে। এর মধ্যেই এলাহাবাদ হাইকোর্টে ধর্ম পরিবর্তন নিয়ে একটি মামলার রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে শুধুমাত্র বৈবাহিক বন্ধনের জন্য ধর্মের পরিবর্তন বৈধ নয়।