দেশ

করোনায় রক্ষে নেই, বার্ড ফ্লু দোসর! বার্ড ফ্লুতে মৃত্যু ১১ বছরের বালকের

টিডিএন বাংলা ডেস্ক : করোনা আবহে এবার নয়া আতঙ্ক। দেশে এবার ‘বার্ড ফ্লু’-তে মৃত্যু। রাজধানী দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। করোনা সংক্রমণের মধ্যে বার্ড ফ্লুয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশীল নামে ১১ বছরের ওই নাবালক যে, বিহারের বাশিন্দা। গত ২ জুলাই তারিখ তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু দেখা যায় সে সাধারণ ফ্লু ও বার্ড ফ্লু, দুই ভাইরাসেই আক্রান্ত। এছাড়াও লিউকোমিয়া ও নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। শরীরে মিলেছিল H5N1 ভাইরাস। ওই বালকের গ্রামে যায় ‘ন্যাশনাল ডিজিজ ফর ডিজিজ কন্ট্রোল’। সেই গ্রামে আরও কারও শরীরে ভাইরাসটির সংক্রমণ রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা।

এর আগে জানুয়ারিতে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশর মতো একাধিক একাধিক রাজ্যে বার্ড ফ্লু থাবা বসিয়েছিল। এমনকী মহারাষ্ট্রেও বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়ে। ইতিমধ্যেই এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Back to top button
error: