দেশ

নেটফ্লিক্সের ওয়েব সিরিজের উপর আদালতের স্থগিতাদেশ

টিডিএন বাংলা ডেস্ক : ফের সংবাদ শিরোনামে নেটফ্লিক্স। ওয়েব সিরিজ ‘অ্যা বিগ লিটল মার্ডার’ এর প্রদর্শনীর ওপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। চলতি মাসের ৬ তারিখ থেকে এই ওয়েব সিরিজ শুরু হয়েছে নেটফ্লিক্সে। মুক্তি পেতে না পেতেই দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ।

বেশ কিছুদিন আগে সংবাদমাধ্যমের ঝলক কেড়েছিল গুরুগ্রামের রায়ন ইন্টারন্যাশনাল স্কুল।৭ বছরের ছাত্র স্কুলের বাথরুমে রহস্যজনকভাবে মারা যায়। সেই ঘটনার ওপর ভিত্তি করেই ওয়েব সিরিজটি তৈরি হয়েছিল। দিল্লি হাইকোর্ট সিরিজটির নির্দিষ্ট কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছে। তবে শুরু থেকেই এই তথ্যচিত্র বিতর্কের কেন্দ্রে আসে। নিম্ন আদালতেও এই ওয়েব সিরিজের বিরুদ্ধে মামলা রুজু হয়। ওই সময় আদালত রায় দেয়, ওয়েব সিরিজটি নির্মাণ হলেও সেখানে রায়ন ইন্টারন্যাশনাল স্কুলের নাম ও সেই সম্পর্কিত কোনও তথ্য ব্যবহার করা যাবে না। এমনকি সেই সম্পর্কিত কিছু দেখানোও যাবে না। কিন্তু নেটফ্লিক্সে এখন যে তথ্যচিত্র দেখানো হচ্ছে সেখানে স্কুলের নাম ব্যবহার করার পাশাপাশি স্কুল ভবনটিকেও দেখানো হয়েছে। এর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নিম্ন আদালতের রায় উপেক্ষা করে তথ্যচিত্র নির্মাণ আদালত অবমাননার সামিল। পাশাপাশি অভিযোগ ওই তথ্যচিত্রে স্কুলের নাম যশকে ইচ্ছে করে বদনাম করার চেষ্টা করা হয়েছে।

এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতির জয়ন্ত নাথের বেঞ্চ রায় দেয়, নেটফ্লিক্স ওই ওয়েব সিরিজ থেকে স্কুলের নাম, স্কুল বিল্ডিং, দৃশ্য এবং সেই সম্পর্কিত তথ্য বাদ দিয়ে সিরিজটি যদি দেখাতে পারে, তাহলে কোনও আপত্তি নেই। এই রায়ের পর নেটফ্লিক্স এর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা অবশ্য জানা যায়নি।

Related Articles

Back to top button
error: