দেশ করোনা সংক্রমন রুখতে আজ থেকে ১৫ দিনের জন্য মহারাষ্ট্রে কারফিউ জারি By TDN Bangla - 14 April 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: করোনা সংক্রমন রুখতে আজ থেকে ১৫ দিনের জন্য মহারাষ্ট্রে কারফিউ জারি করলো রাজ্য সরকার। আজ রাত ৮ টা থেকেই জারি হয়ে যাবে কার্ফু। ছাড় পাবে জরুরী ভিত্তির যাবতীয় পরিষেবা।