দেশ

মেহবুবা মুফতির মন্তব্যের নিন্দায় বিক্ষোভ; লালচকে তিরঙ্গা তুলতে গিয়ে আটক চার বিজেপি কর্মী!

টিডিএন বাংলা ডেস্ক: গত বছর ৫ আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে টানা ১৪ মাস ধরে গৃহবন্দি অবস্থায় থাকার পর মুক্তি পেয়ে সম্প্রতি পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছিলেন, নির্বাচনী লড়াই বা জাতীয় পতাকা উত্তোলন কোন কিছুতেই আগ্রহী নন তিনি, যতক্ষণ না গত বছর ৫ আগস্ট কার্যকর হওয়া ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ করার মত পরিবর্তনগুলি প্রত্যাহার করা হচ্ছে। যতদিন না জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা ফিরছে ততদিন ভারতের জাতীয় পতাকা দোলন করবেন না বলে সাফ জানিয়ে দেন মেহেবুবা। তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। জাতীয় পতাকার সম্মান কে মেহেবুবা মুফতি ধুলোয় মিশিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি। বিজেপির পক্ষ থেকে বলা হয়, সাংবিধানিক পদ্ধতি মেনেই ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। তা প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না। পাশাপাশি পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জাতীয় পতাকার অসম্মান করেছেন এই অভিযোগেসোমবার একটি মিছিল করে জম্মু-কাশ্মীরের লাল চকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহণ করে বিজেপি ছাত্র শাখা এবিভিপি। লাল চোখে তিরঙ্গা উত্তোলন করতে গেলে বাধা দেয় পুলিশ। চারজন বিজেপি কর্মীকে আটক করা হয়। এবিভিপির সদস্যরা পিডিপির দপ্তরের বাইরে জড়ো হয়ে পুলিশের কর্ডন ভেঙে অফিসে ঢোকার মুখে বিলবোর্ডে মুফতির ছবিতে সবুজ রং ছোঁড়ে। এমনকি স্লোগান দিতে দিতে বারবার পিডিপি দপ্তর ভবনে ঢুকে জাতীয় পতাকা তোলার চেষ্টা করে এবিভিপির সদস্যরা। প্রথমে এই কাজে বাধা দিয়ে কয়েক জন সদস্যকে আগাম আটক করে পুলিশ। যদিও পরে পিডিপি দপ্তরের বাইরে লোহার গেটে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেয় পুলিশ।

Related Articles

Back to top button
error: