দেশ

পাঞ্জাবে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা নিয়ে ক্ষিপ্ত নাড্ডা এই ঘটনার জন্য দায়ী করলেন রাহুল গান্ধীকে

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল পাঞ্জাবে বিজয়াদশমীর উপলক্ষে কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের বড় বড় শিল্পপতিদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই ঘটনাকে একটি “ভয়ঙ্কর দৃষ্টান্ত” বলে টুইট করে রাজনৈতিক দ্বন্দ্ব উস্কে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার জবাবই হামলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পাঞ্জাবের এই ঘটনার জন্য রাহুল গান্ধীকেই দোষী সাব্যস্ত করেছেন।

একটি টুইট করে জেপি নাড্ডা লিখেছেন,”রাহুল গান্ধীর নির্দেশেই পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করার লজ্জাজনক নাটক করা হয়েছে কিন্তু তাঁদের এমনটাই আশা ছিল। নেহেরু-গান্ধী পরিবার কখনোই প্রধানমন্ত্রী পদের সম্মান করেনি। ইউপিএর শাসনকালে ২০০৪-২০১৪ এর মধ্যে প্রধানমন্ত্রীর পদকে সংস্থা গত ভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল।”

প্রসঙ্গত, গতকাল গোটা পাঞ্জাব জুড়ে কৃষকদের বিক্ষোভ প্রসঙ্গে আজ সকালে একটি টুইট করে রাহুল গান্ধী লিখেছিলেন,”এই ঘটনা গতকাল পাঞ্জাবের সর্বত্র ঘটেছে। এটা খুবই দুঃখজনক যে প্রধান মন্ত্রীর বিরুদ্ধে পাঞ্জাবের মানুষের মনে এধরনের ক্ষোভ জমে রয়েছে। এটা খুবই ভয়ঙ্কর দৃষ্টান্ত এবং আমাদের দেশের জন্য ভালো নয়। প্রধানমন্ত্রীর শীঘ্রই তাদের কাছে গিয়ে, তাদের কথা শোনা এবং তাদের আশ্বাস বার্তা দেওয়া উচিত।”

Related Articles

Back to top button
error: