দেশ
কৃষি আইনের বিরোধিতায় পাঞ্জাবে মোদির কুশপুত্তলিকা দাহ করলেন কৃষকরা; “ভয়ঙ্কর দৃষ্টান্ত” বলে মন্তব্য করলেন রাহুল গান্ধী
টিডিএন বাংলা ডেস্ক: দশেরার উপলক্ষে গতকাল পাঞ্জাবের বিভিন্ন জায়গায় কেন্দ্রের বিতর্কিত কৃষি বিল এর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ালেন কৃষকরা। নরেন্দ্র মোদির পাশাপাশি জ্বালানো হয় দেশের বড় বড় শিল্পপতিদের কুশপুত্তলিকা। কৃষকদের এই বিক্ষোভ প্রসঙ্গে আজ একটি টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন,”এই ঘটনা গতকাল পাঞ্জাবের সর্বত্র ঘটেছে। এটা খুবই দুঃখজনক যে প্রধান মন্ত্রীর বিরুদ্ধে পাঞ্জাবের মানুষের মনে এধরনের ক্ষোভ জমে রয়েছে। এটা খুবই ভয়ঙ্কর দৃষ্টান্ত এবং আমাদের দেশের জন্য ভালো নয়। প্রধানমন্ত্রীর শীঘ্রই তাদের কাছে গিয়ে, তাদের কথা শোনা এবং তাদের আশ্বাস বার্তা দেওয়া উচিত।”