দেশ
করোনা আক্রান্ত মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর
টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী
এনসিপি নেতা অজিত পাওয়ার। আজই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত হওয়ার পরেই ট্যুইটারে তিনি লিখেছেন,, ” আমি লকডাউনের প্রথম দিন থেকেই কাজ করছি ৷ এবার মনে হচ্ছে ভগবানও আমায় থামাতে চাইছে ৷ একটু স্বস্তি দিতে চাইছে ৷ আমার কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ বর্তমানে আইসোলেশনে রয়েছি ৷ চিকিৎসকের পরামর্শমতো আমি ওষুধ নিচ্ছি। সম্প্রতি আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা নিজেদের কোরোনা পরীক্ষা করান ৷ ভালো থাকবেন সবাই।” এদিকে গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।