দেশ

সমস্ত নেতা কর্মী নিয়ে জন অধিকার কিষান পার্টির সভাপতি ড: রবিশঙ্কর ত্রিপাঠি ওয়েলফেয়ার পার্টিতে যোগ দিলেন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, দিল্লি: জন অধিকার কিষান পার্টির সর্বভারতীয় সভাপতি ড: রবিশঙ্কর ত্রিপাঠি ওয়েলফেয়ার পার্টিতে যোগ দিয়েছেন। সোমবার দিল্লিতে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় অফিসে এসে মিঃ ত্রিপাঠি দলে যোগ দেন।
ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশের (অপূর্বঅঞ্চল) বিশিষ্ট রাজনীতিবিদ এবং জন অধিকার কিষান পার্টির সর্বভারতীয় সভাপতি ড: রবিশঙ্কর ত্রিপাঠি তাঁর দলকে ওয়েলফেয়ার পার্টির সঙ্গে যোগ করে দিয়েছেন। তিনি এবং তাঁর দুই সতীর্থ রাধেশ্যাম গৌতম এবং ডঃ মহম্মদ ইউনূস ওয়েলফেয়ার পার্টির সদর দপ্তরে এসে পার্টির সদস্যপদ গ্রহণ করেন।ওয়েলফেয়ার পার্টির সর্ব-ভারতীয় সভাপতি ডঃ এসকিউআর ইলিয়াস সাহেব তাঁদেরকে দলে স্বাগত জানিয়েছেন। জন অধিকার কিষান পার্টির অন্যান্য অনেক কর্মী, সমর্থক পরে লাখনৌ থেকে একটি সভার মাধ্যমে অনুষ্ঠানিকভাবে ওয়েলফেয়ার পার্টিতে যোগ দেবেন বলে জানা গেছে।
২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। ইতিমধ্যেই ওয়েলফেয়ার পার্টির কার্যক্রম দ্রুত গতিতে শুরু হয়েছে রাজ্যটিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দিল্লিতে জোট নিয়ে বৈঠক হয়েছে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ডঃ কাসেম রসুল ইলিয়াসের। এরই মধ্যে জন অধিকার কিষান পার্টি ওয়েলফেয়ার পার্টির সঙ্গে মিশে যাওয়ায় ডব্লিউপিআই বাড়তি অক্সিজেন পাবে বলে রাজনৈতিক মহল মনে করছেন।

Related Articles

Back to top button
error: