রাম মন্দিরের ভিত তৈরির জন্য খনন ক্রিয়া শুরু, ২০০ মিটার গভীর পিলারের ওপর নির্মিত হবে মন্দির
টিডিএন বাংলা ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের ভিত তৈরির জন্য আজ সকাল থেকেই খনন ক্রিয়া শুরু হয়ে গেছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এদিন মন্দিরের ভিত তৈরীর জন্য খনন কাজ উপলক্ষে ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জন্মস্থান প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন।
এর আগে ২ সেপ্টেম্বর মন্দিরের রূপরেখা অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের সভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সেই অনুযায়ী এদিন খননের কাজ শুরু হয়েছে। রাম মন্দির পরিসরে খনন করার জন্য অত্যাধুনিক মেশিন অনা হয়েছে। সোমবার ইঞ্জিনিয়ারদের বিশেষ টিম ওই মেশিন গুলি ঠিক থাকে কাজ করছে কিনা ত যাচাই করেও দেখেছেন। জানা গেছে প্রথমে মন্দিরের পিলারের জন্য ১০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। তারপর তা ২০০ মিটার গভীর করা হবে। এই ভিত পিলার দিয়ে তৈরি করা হবে। সমগ্র রাম মন্দির এই পিলার গুলির ওপরেই দাঁড়িয়ে থাকবে। মন্দিরের ভিতের জন্য প্রায় ১২০০ পিলার লাগানো হবে।