দেশ

মুকুল রায়কে দিল্লির বাসভবন ছাড়ার চূড়ান্ত নোটিশ

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে দিল্লির বাসভবন ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছে আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার আবাসন কমিটি। শনিবার রাজ্যসভার আবাসন কমিটির পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়।

কমিটি জানিয়েছে, মুকুল রায় এখন লোকসভা বা রাজ্যসভার সাংসদ নন। ফলে তার ওই বাসভবনে থাকার কোনো অধিকার নেই।

গত মাসে বাংলো ছেড়ে দেওয়ার জন্য মুকুল রায়কে প্রথম নোটিশ দেওয়া হয়। আর এবার দেওয়া হলো চূড়ান্ত নোটিশ। মুকুল বিজেপির নেতা থাকাকালীন বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তের অতিথি হিসেবে ওই বাংলোয় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

এদিকে তৃণমূলে যোগ দিলেও মুকুল রায় এখনও বিজেপিতেই রয়েছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, বাধ্য হয়েই ওই (তৃণমূল কংগ্রেস) দলে গিয়েছেন। ওর যে বাধ্যবাধকতা সেটা আমরাও বুঝি। কিন্তু উনি বিজেপিই আছেন এখনও।

এরপর পিএসির প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতি জানান, পিএসি নিয়ে সরকার যে ধরনের ছেলেখেলা করেছে, আমরা তার বিরোধিতা করেছি, বয়কটও করেছি। পিএসির যে প্রথম বৈঠক হল, তাতে মুকুলবাবুই নেই। তা হলে এই ধরনের নাটক কী দরকার ছিল।

Related Articles

Back to top button
error: