দেশ

‘হাত ছাড়লেন’ প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব

টিডিএন বাংলা ডেস্ক : দল ছাড়লেন অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির কাছে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। দল ছাড়ার পাশাপাশি, তিনি কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে গেছেন। টুইটারে নতুন আপডেট দিয়েছেন, প্রাক্তন কংগ্রেস সদস্য ও মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট।

সুস্মিতা দেবের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত। বাবা সন্তোষ মোহন দেবের পর অসমে দলের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সংসদের বাদল অধিবেশনে দলের বিক্ষোভ কর্মসূচিতে সুস্মিতাকে প্রথম সারিতে দেখা যায়। তিনি বরাবরই আগ্রাসী স্বভাবের রাজনীতিক। ফলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সুনজরে ছিলেন তিনি। অনেকেই মনে করেন, রাজ্যে কংগ্রেসের নেতৃত্বের সংকট, দিশহীনতা দেখে বেশ কিছুদিন ধরেই হতাশ ছিলেন সুস্মিতা। অবশেষে তিনি দল থেকে সরে দাঁড়ালেন। সোনিয়াকে পাঠানো ইস্তফা পত্রে সন্তোষ মোহন দেবের কন্যা লিখেছেন, “তিন দশক ধরে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করছি। এতদিন ধরে আমার পাশে থাকার জন্য সতীর্থ, নেতা মন্ত্রীদের ধন্যবাদ। এই তিন দশকের স্মৃতি আমি চিরকাল মনে রাখবো।” ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন সোনিয়াকে। লিখেছেন, “অনবরত পথপ্রদর্শন ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ।”

সুস্মিতার দল ছাড়ার পরে প্রশ্ন হচ্ছে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি কী করবেন, কোন দলে যাবেন? তবে সুস্মিতার পরিবারের ঘনিষ্ঠরা মনে করছেন, তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা কম। তবে তৃণমূলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, একটা সময় শিলচর থেকে ত্রিপুরা কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন সন্তোষ মোহন দেব। বামেরা তাকে ব্যঙ্গ করে সন্ত্রাস মোহন দেব বলত।

Related Articles

Back to top button
error: