নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, বেলডাঙ্গা: স্বাধীনতা দিবস উপলক্ষে বেলডাঙ্গা নতুন ও পুরাতন হসপিটালের মোট ১২০ জন রোগীদের হাতে ফল তুলে দিয়ে স্বাধীনতার শুভেচ্ছা বিনিময় করল ‘মানবতার পাশে আমরা’ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।
হিন্দু তীর্থস্থানের উদ্দেশ্যে পথ চলতি যুবকদের হাতেও এদিন ফল তুলে দেয় তারা। এভাবেই মানবতার সেবা করে যাচ্ছে মানবতার পাশে আমরা সংস্থাটি। বেলডাঙ্গা স্টেশনের কিছু মানুষকে ও পথ চলতি কিছু অসহায় ব্যক্তিদেরও ফল বিতরণ করে তারা।
একাজে এগিয়ে এসেছে বেলডাঙ্গার ব্যবসায়ী সমিতিও। বেলডাঙ্গাবাসী সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।