অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ পাঁচ যুবকের খোঁজ মিলেছে চিনেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর

টিডিএন বাংলা ডেস্ক: অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ পাঁচ যুবকের খোঁজ মিলেছে চিনেই। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর। আজই তিনি তথ্য তুলে ধরেন। উল্লেখ করা যেতে পারে, গত শনিবার অরুণাচল প্রদেশের পাঁচ যুবককে চীনা পিএলএ বাহিনী অপহরণ করেছিল বলে অভিযোগ উঠে। অপহৃতদের এক জনের দাদা প্রকাশ রিংলিং, অপহরণের বিষয়টি কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে জানান। অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিংও বিষয়টি টুইট করে প্রধানমন্ত্রীর দফতরকে জানান। এরপরেই পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে ওই যুবকদের সন্ধানে তৎপরতা শুরু হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে হটলাইনে চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ হয়। আজ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল তাতে সাড়া দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তারা নিশ্চিত করেছে যে অরুণাচল প্রদেশের নিখোঁজ যুবকদের সন্ধান পেয়েছে তাদের বাহিনী। আমাদের কর্তৃপক্ষের হাতে তাঁদের তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।