দেশ

ঝাড়খন্ডের আশ্রমে ঢুকে সন্নাসিনিকে গণধর্ষণ!

টিডিএন বাংলা ডেস্ক: ভোররাতে আশ্রমের মধ্যেই গণধর্ষণের শিকার হলেন ঝাড়খণ্ডের এক সন্ন্যাসিনী। মূলত পাঁচিল টপকেই ঢুকে গান-পয়েন্ট দেখিয়ে ধর্ষণ করা হয় ৩০ বছর বয়সী ওই সন্নাসিনিকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়। এপ্রসঙ্গে গোড্ডা জেলার পুলিশ সুপার ওয়াইএস রমেশ জানান, মঙ্গলবার ভোররাত আড়াইটে নাগাদ মুফাসিল থানার অন্তর্গত রানিডিহির ওই আশ্রমে ঢুকেছিল ধর্ষকরা। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আশ্রমিকরা তখন গভীর ঘুমে ছিলেন। ওই অবস্থায় সকলের ঘুম ভাঙিয়ে, আশ্রমের অন্য একটি ঘরের মধ্যে আটকে নিগৃহীতা সন্ন্যাসিনীকে কপালে বন্দুক ঠেকিয়ে আশ্রমের অপর একটি ঘরের মধ্যে পালাক্রমে ধর্ষণ করা হয়। এমনটাই এফআইআরে উল্লেখ করা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
ধর্ষিতা মহিলা গত ফেব্রুয়ারি থেকেই ওই আশ্রমে রয়েছেন।

Related Articles

Back to top button
error: