টিডিএন বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত ভারতের কিংবদন্তি রানার মিলখা সিং। তাঁর আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ‘ফ্লাইং শিখ’ নামে পরিচিত ৯১ বছর বয়সী ভারতের এই কিংবদন্তী রানার আপাতত চণ্ডীগড়ে নিজের বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। জানা গেছে, মিলখা সিংয়ের রান্নার পরিচারকের কয়েক দিন আগে জ্বর হয়। এরপরে বুধবার নিজের করোনা পরীক্ষা করান মিলখা সিং। সেই পরীক্ষার ফলাফল পজেটিভ আসার পর থেকে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইন রয়েছেন তিনি। মিলখা সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরের সত্যতা সুনিশ্চিত করেছেন তাঁর স্ত্রী।