দেশ
আজ থেকে সিনেমা হলের দর্শকাসনে ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত, নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
টিডিএন বাংলা ডেস্ক: আজ থেকে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলির দর্শকাসনে ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত। নির্দেশিকা জারি করে এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইট করে জানিয়েছেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর। চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে সংশোধিত এসওপি জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে সিনেমা হলগুলিতে ১০০ শতাংশ দর্শককে বসার অনুমতি দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যমন্ত্রক করোনাবিধি সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে, তা মেনে চলতে হবে।’