দেশ

উৎসবের মরসুমের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ছুটির পরিবর্তে মিলবে নগদ টাকা

টিডিএন বাংলা ডেস্ক: উৎসবের মরসুমের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড়োসড়ো উপহার দিল কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বলেন অর্থ ব্যবস্থার ওপর করোনার খারাপ প্রভাব পড়েছে। আত্মনির্ভর ভারতের প্যাকেজের মাধ্যমে গরিবদের সাহায্য করার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি অর্থমন্ত্রী বলেন বাজারে আগের থেকে অনেক বেশী যোগান রয়েছে, তবে কনজ্যুমার ডিমান্ডে কোন পরিবর্তন হয়নি।

কনজিউমার ডিমান্ড অর্থাৎ ক্রেতাদের চাহিদা বাড়ানোর জন্য দুটি স্কিম লঞ্চ করা হয়েছে। একটি হল এলটিসি ক্যাশ ভাউচার স্কিম এবং অপরটি হল ফেস্টিভাল স্কিম। অর্থমন্ত্রী বলেন,এলটিসি বাউচার স্কিমে কর্মচারীরা ছুটির বদলে রেল বা বিমান ভাড়ার মূল্যের তিনগুণ বেশি পণ্য বা পরিষেবা কিনতে পারবেন।এই ভাউচারগুলি কেবলমাত্র ১২% বা তার বেশি জিএসটি আকর্ষণকারী পণ্য বা পরিষেবার জন্য ব্যবহার করা যেতে পারে। কর্মীদের তাদের ব্যয়ের পাশাপাশি জিএসটি বিল উপস্থাপন করতে হবে। এছাড়াও, এই পণ্য বা পরিষেবার জন্য অর্থ নিবন্ধিত বিক্রেতার সাথে ডিজিটাল মোডে করতে হবে। অর্থমন্ত্রী বলেছিলেন যে এলটিসির নগদ অর্থের জন্য সরকারের ব্যয় হবে ৫,৬৭৫ কোটি টাকা।

অপরদিকে, ফেস্টিভাল অ্যাডভান্স স্কিমের আওতায়, কর্মচারীদের ১০,০০০ টাকা অগ্রিম প্রদান করবে সরকার। অর্থনীতির চাহিদা উত্সাহিত করতে এ জাতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন যে, মূলধন ব্যয় অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে। আজ যে ঘোষণা করা হয়েছে তা মোট ২৮,০০০ কোটি টাকার চাহিদা বাড়িয়ে তুলতে সহায়তা করবে, এতে অর্থনীতিতে লাভবান হবে।

Related Articles

Back to top button
error: