HighlightNewsদেশ

দেশের অর্ধেক নারী-শিশু রক্তাল্পতার শিকার

টিডিএন বাংলা ডেস্ক : নতুন মাথাব্যথার নাম রক্তাল্পতা বা অ্যানিমিয়া। বিশেষ করে শিশু ও মহিলারাই এর শিকার। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৪টি রাজ্যে অর্ধেকের বেশি মহিলা ও শিশু অ্যানিমিয়ার শিকার। এই দফায় সমীক্ষা হয় অরুণাচল প্রদেশ, চন্ডিগড়, ছত্রিশগড়, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, ওড়িষ্যা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ছ’মাস বা তারও বেশি সময় ধরে গর্ভবতী মহিলাদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া না হলে আরও বেশি সংখ্যক মহিলা রক্তাল্পতার শিকার হতেন এই রাজ্যগুলিতে। এর আগে জনসংখ্যা, জনন, শিশু স্বাস্থ্য, পরিবার কল্যাণ, পুষ্টি প্রভৃতি বিষয় নিয়ে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। ছয় মাসের কম বয়সে যেসব শিশুর, তাদের মায়ের দুধ পান করানোর প্রবণতা অনেকটাই বেড়েছে।

Related Articles

Back to top button
error: