দেশ
হাতরাসের ছায়া বিহারে? গণধর্ষণ করায় অপমানে আত্মঘাতী দলিত কিশোরী
টিডিএন বাংলা ডেস্ক: হাতরাসের ছায়া এবার বিহারেও? গণধর্ষণ করায় অপমানে আত্মঘাতী হলেন দলিত কিশোরী।
ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামেরই একটি বাড়িতে গিয়েছিল ওই দলিত মেয়ে। রাতে বাড়ি ফেরার সময় চারজন তাকে ধর্ষণ করে। কোনও মতে সেখান থেকে পালিয়ে গেলেও বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের গণধর্ষণের কথা জানায় সে। পরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। পুলিশ কে খবর দেওয়স হলে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মেয়েটির দেহ উদ্ধার করা হয় তার। পরিবারের পক্ষ থেকে ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।