আগামিকাল হাইভোল্টেজ ভোট পাঞ্জাবে, কঠিন লড়াইয়ের পথে কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক : আগামিকাল হাইভোল্টেজ নির্বাচন পাঞ্জাবে। পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াই। চরণজিৎ সিং চান্নি কি পারবেন কংগ্রেসের ‘কালো ঘোড়া’ প্রমাণ হতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

উচ্চবর্ণের হিন্দু এবং ওবিসি শিখ, এই দুই সম্প্রদায়ের ভোট জেতা সোনিয়া গান্ধির দলের কাছে বড় চ্যালেঞ্জ। এবার পাত্তা পাননি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর। দল ছেড়েছেন আর এক নেতা অশ্বিনীকুমার। ২০১৯ এর লোকসভা ভোটে কমেছে দলিত শিখের সমর্থন। সম্প্রতি তাই জাতি, ধর্ম, বর্ণের জটিল সমীকরণে ভোট হওয়া পাঞ্জাব এবার রাজনৈতিক মহলের কাছে যথেষ্ট কৌতুহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে গত বিধানসভায় ৭৭টিতে জিতে সরকার গড়েছিল কংগ্রেস। শিরোমণি অকালি দল জিতেছিল মাত্র ১৫ টি আসন। অন্যদিকে, আম আদমি পার্টি পায় ২০টি। বিজেপির ভাগ্যে সাকুল্যে জুটেছিল তিনটি আসন। অথচ তারা প্রার্থী দিয়েছিল ২৩টি কেন্দ্রে। সেই হিসেবে পাঞ্জাবে কংগ্রেসের কাছে বিজেপি কোনও ফ্যাক্টরই নয়। তবে ভাবাচ্ছে আপ। তার সঙ্গেই উদ্বেগ বাড়িয়েছে উচ্চবর্ণের হিন্দু আর ওবিসি শিখ সম্প্রদায়ের ভোটের হার। পাঞ্জাবে ৬১ শতাংশ শিখ। হিন্দু ৩৫.৮ শতাংশ। আবার সার্বিকভাবে দলিতের অংশ ৩৬ শতাংশ। এর মধ্যে শিখ দলিত ২৬.৬ শতাংশ। হিন্দু দলিত ১১ শতাংশ। সোনিয়ার বাজি দলিত মুখ্যমন্ত্রী চান্নি। তাই নজিরবিহীনভাবে এবার তাঁকেই মুখ করে পাঞ্জাবে ভোট লড়ছে কংগ্রেস।