দেশ

‘সার্ভিস রুল ভেঙেছেন’, অলোক ভার্মার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রকের

টিডিএন বাংলা ডেস্ক : দায়িত্বে থাকার সময় সার্ভিস রুল ভেঙেছেন। ক্ষমতার অপব্যবহার করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রক এই অভিযোগ তুলে প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বার্মার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করল। এই সুপারিশ কার্যকর হলে তিনি পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা পুরোপুরি বা সাময়িক সময়ের জন্য পাবেন না।

অলোক ভার্মা দুর্নীতি ইস্যুতে তার ডেপুটি রাকেশ আস্থানার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। তারা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। রাকেশ আস্থানাকে ইতিমধ্যেই পুরস্কৃত করেছে মোদি সরকার। বর্তমানে তিনি দিল্লির পুলিশ কমিশনার। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানান, অলোক ভার্মার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি সার্ভিস রুল ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারির জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

২০১৭ র ১ ফেব্রুয়ারি সিবিআই অধিকর্তা হিসেবে দু’বছরের জন্য কার্যভার গ্রহণ করেন অলোক ভার্মা। ২০১৯ এর ১০ জানুয়ারি তাকে ওই পথ থেকে সরিয়ে দিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিসেস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের ডিজির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি ওই পদে যোগ দেননি। সরকারকে তিনি চিঠি লিখে জানান, ২০১৭- র ৩১ জুলাই তার ৬০ বছর পূর্ণ হয়েছে। ওই দিনকেই তার অবসর বলে গণ্য করা হোক।

Related Articles

Back to top button
error: