দেশ

একটি শর্ত মানলেই মোদিকে সমর্থন করতে রাজি মায়াবতী!

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই চমক বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর। মোদি সরকারকে সমর্থনের কথা জানালেন সপা সুপ্রিমো। তবে শর্ত একটাই।ওবিসি-দের জন্য জনগণনা করতে মোদি সরকার যদি রাজি থাকে। সেক্ষেত্রে সংসদের বাইরে ও ভেতরে কেন্দ্রকে সমর্থন করতে রাজি মায়াবতীর দল। মায়াবতীর এই ঘোষণার পরই গুঞ্জন রাজনৈতিক মহলে।

এদিন এক ট্যুইট বার্তায় মায়াবতী লেখেন, বহুজন সমাজ পার্টি বহুদিন ধরে ওবিসি-দের জন্য জনগণনার দাবি জানিয়ে আসছে। যদি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও সদর্থক পদক্ষেপ নেয়, তাহলে বহুজন সমাজ পার্টি সংসদের ভেতরে এবং বাইরে এই পদক্ষেপকে সমর্থন করবে।

মায়াবতীর এই ঘোষণার আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একই দাবিতে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। কেন্দ্র আগে এই বিষয়ে সহমত থাকলেও বর্তমানে শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য জনগণনার প্রস্তাব দিয়েছে। বিহারের বিরোধী দল আরজেডি-র পক্ষ থেকে তেজস্বী যাদবও ওবিসি-দের জনগণনার দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে মায়াবতীর এই ট্যুইট বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বছর শেষ হলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে দলিত নেত্রীর এই বার্তা, বিজেপির সঙ্গে সমঝোতার ইঙ্গিত কীনা, তাও ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে।

Related Articles

Back to top button
error: