“কতদিন সত্য গোপন করবে, তুমি স্রেফ পরিবারতন্ত্রের একটি নিদর্শন”; ফের উদ্ধব ঠাকরের বিরুদ্ধে সোচ্চার কঙ্গনা রানাওয়াত

টিডিএন বাংলা ডেস্ক: বলিউড অভিনেত্রীর ফিল্ম প্রোডাকশন হাউজ মনিকর্ণিকায় অবৈধ নির্মাণের অভিযোগে বিএমসির ভাঙচুর চালানোর পর থেকেই লাগাতার করা ভাষায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাওয়াত। বৃহষ্পতিবার সকালে সেই ধারা বজায় রেখে ফের উদ্ধব ঠাকরের বিরুদ্ধে টুইট করে লেখেন,”আমার মুখ বন্ধ করে দেবে কিন্তু আমার আওয়াজ আমার অবর্তমানে শতাধিক লক্ষাধিকের মুখে ধ্বনিত হবে।”

এদিন টুইট করে কঙ্গনা রানাওয়াত লেখেন,”তোমার বাবার ভালো কাজ তোমায় সম্পত্তি তো দিতে পারে, কিন্তু সম্মান তোমায় নিজেকে অর্জন করতে হয়, আমার মুখ বন্ধ করে দেবে আমার আওয়াজ আমার পর শতাধিক লক্ষাধিক মুখে অনুরণিত হবে, কতজনের মুখ বন্ধ করবে? কতজনের আওয়াজ চাপা দেবে? কতদিন সত্যের থেকে পালিয়ে বেড়াবে, তুমি কিছুই নও স্রেফ পরিবারতন্ত্রের নিদর্শন মাত্র।”

এর আগে কঙ্গনা রানাওয়াত লিখেছিলেন, “যে বিচারধারা নিয়ে শ্রী বালা সাহেব ঠাকরে শিবসেনার নির্মাণ করেছিলেন, আজ তা সত্তার জন্য সেই বিচারধারা বেচে দিয়ে শিবসেনা থেকে সোনিয়া সেনা হয়ে গেছে, যে সমস্ত গুন্ডারা আমার পেছনে আমার বাড়ি ভেঙেছে তাদের সিভিক বডি বোলো না, সংবিধানের এতবড় অপমান কোরোনা।”