দেশ

কৃষি বাজার শেষ হলে গেলে নুন্যতম সমর্থন মূল্য কিভাবে পাওয়া যাবে?কৃষি বিল নিয়ে ফের মোদী সরকারকে প্রশ্ন রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: কৃষি বিল নিয়ে রাজ্যসভায় তুমুল বিরোধের মুখে পড়েছে বিজেপি। এই বিলকে কৃষকদের ডেথ ওয়ারেন্ট বলে উল্লেখ করে তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতারা। বারবারই এমএসপি অর্থাৎ ন্যূনতম সমর্থন মূল্য প্রসঙ্গে সরব হচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে সংসদের বাইরেও নরেন্দ্র মোদি সরকারকে রাহুল গান্ধীর প্রশ্ন, কৃষি বাজার অর্থাৎ এপিএমসি শেষ হয়ে গেলে কৃষকরা ন্যূনতম সমর্থন মূল্য কিভাবে পাবেন? পাশাপাশি এমএসপির গ্যারান্টি নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

এ প্রসঙ্গে একটি টুইট করে রাহুল গান্ধীর এদিন লেখেন,”মোদি সরকারের কৃষি বিরোধী “কালো কানুনে”র মাধ্যমে কৃষকরা: ১) এপিএমসি/কৃষি বাজার হঠলে এমএসপি কিভাবে পাবেন? ২) এমএসপির গ্যারান্টি কেন নেই? মোদীজি কৃষকদের পুঁজিপতিদের গোলামে পরিণত করছেন, যা দেশ কখনো হতে দেবে না।”

Related Articles

Back to top button
error: