আগে শুনতাম রক্ত দাও, স্বাধীনতা দেব, এখন শুনছি আমায় ভোট দাও, তোমাদের ভ্যাকসিন দেব! কটাক্ষ শিবসেনার

টিডিএন বাংলা ডেস্ক: আগে শুনতাম রক্ত দাও, স্বাধীনতা দেব, এখন শুনছি আমায় ভোট দাও তোমাদের ভ্যাকসিন দেব! বিহার ভোটের পারদ উঠতেই বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর উক্তি দিয়ে তিনি বলেন, একসময় শুনতাম আমায় রক্ত দাও, স্বাধীনতা এনে দেব, আর এখন শুনছি আমায় ভোট দাও, তোমাদের ভ্যাকসিন দেব! যারা বিজেপিকে ভোট দেবে, একমাত্র তারাই ভ্যাকসিন পাবে। এটাই বিজেপির বৈষম্যমূলক চরিত্র তুলে ধরছে।