দেশ

সমাজবাদী পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে বিজেপিকে সমর্থন করব; বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করে খোলাখুলি জবাব মায়াবতীর

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে গোপনে আঁতাত রয়েছে বিএসপির। বিরোধীদের এই অনুমানে কার্যত সিলমোহর বসিয়ে এবার সরাসরি বিজেপিকে সমর্থনের কথা জানিয়ে দিলেন বিএসপি সভানেত্রী মায়াবতী। বুধবার দলের ৭ জন সহযোগী বিধায়ককে দল বিরোধী কর্মকান্ড করার অভিযোগে দল থেকে বহিষ্কার করে দেন মায়াবতী। শুধু তাই নয় এদের বিরুদ্ধে দল পরিবর্তন আইনের আওতায় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মায়াবতী।তিনি সাফ জানিয়ে দেন এই সমস্ত বিধায়করা অন্য কোন দলের সদস্যরা প্রাপ্ত করার সঙ্গে সঙ্গেই তাঁদের বিএসপি সদস্যতা রদ করে দেওয়া হবে।

সমাজবাদী পার্টির বিরুদ্ধে দল ভাঙিয়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ করে মায়াবতী বলেন, ওই সাতজন বিধায়কের মিথ্যে হলফনামা দায়ের করেছিল সমাজবাদী পার্টি। তাদের এই পদক্ষেপের মাশুল দিতে হবে। এ প্রসঙ্গে বিএসপি ওপর বিজেপির সঙ্গে গোপন আঁতাতের যে অভিযোগ বিরোধী শিবির কংগ্রেস এবং সমাজবাদী পার্টি করে এসেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেও সমাজবাদী পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য বিজেপিকে সমর্থন করতেও প্রস্তুত বলে জানিয়েছেন মায়াবতী। প্রয়োজনে বিজেপিকে ভোট করতেও পিছপা হবেন না বলে জানিয়ে দিয়েছেন বিএসপি সভানেত্রী।

বুধবার যে ৭ বিধায়ককে দল থেকে বহিষ্কার করা হল তারা হলেন, আসলাম রায়াইন (ভিনগা-শ্রাবস্তী),
আসলাম চৌধুরী (ধৌলানা-হাপুর),
মুজতবা সিদ্দিকী (প্রতাপপুর-এলাহাবাদ), হাকিম লাল বিন্দ (হান্ডিয়া – প্রয়াগরাজ), হরগোবিন্দ ভরগবা (সিধৌলি-সীতাপুর), সুষমা প্যাটেল (মুংড়া বাদশাহপুর), বন্দনা সিং (সাগদি-আজমগড়)।

Related Articles

Back to top button
error: