দেশ

উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে গোপন আঁতাত বিএসপির? দাবি কংগ্রেস-এসপির

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে নিজেদের হাতে সেই অর্থে কোনো শক্তি না থাকলেও উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার ১০ টি আসনের মধ্যে একটিতে প্রার্থী দিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। যেখানে বিজেপি ৮ টি আসনে প্রার্থী দিয়েছে এবং সমাজবাদী পার্টি নিজেদের ক্ষমতা বুঝে ১ টি আসনে প্রার্থী দিয়েছে। আর প্রশতা উঠেছে এই হিসেব নিয়েই। বিরোধী শিবির কংগ্রেসের দাবি বিসপিকে জেতাতেই আটটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। যেখানে ২ বছর আগেও উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার ১০ টি আসনের নির্বাচনে ৯ টি তে প্রার্থী দিয়ে বিএসপিকে আটকে ছিল বিজেপি।

বিজেপির হাতে ভোট থাকা সত্বেও এভাবে ৯ জনের বদল ৮ জন প্রার্থী দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধী শিবিরে। কংগ্রেসের অভিযোগ বিজেপির সঙ্গে গোপন আঁতাত করেছে বিজেপি। শরিক আপনা দলে সঙ্গে নিয়ে বিজেপি মায়াবতীকে সাহায্য করতে পারে বলে গুঞ্জন উঠেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির শিবিরে। বিরোধীদের দাবি, রাজ্যসভার একটি আসনের বদলে ৩ নভেম্বর হতে চলা সাতটি বিধানসভা উপনির্বাচনে সাহায্য করবে বিএসপি।

এদিকে সমাজবাদী পার্টির সমর্থনে বারাণসীর আইনজীবী প্রকাশ বাজাজ রাজ্যসভা নির্বাচনে জন্য নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর ফলে ১০ টি আসনের ১১ জন প্রার্থী হওয়ায় এবার ভোট হবে। এই ভোটের সময় যদি বিজেপি নিজেদের অতিরিক্ত ভোট দিয়ে বিএসপিকে সাহায্য করে তাহলেই এই আঁতাত স্পষ্ট হতে যাবে বলে দাবি করেছে বিরোধী শিবির কংগ্রেস এবং এসপি।

অপরদিকে, বিএসপির প্রস্তাবিত ১০ জন বিধায়কের মধ্যে ৪ জন ইতিমধ্যেই তাঁদের সমর্থন প্রত্যাহার করেছেন। আরো দুজনও খুব শীঘ্রই ইস্তফা দিতে পারেন। সূত্রের খ অনুযায়ী এই ৬ জন প্রার্থীই সমাজবাদী পার্টির সঙ্গে যোগাযোগ করেছে।

Related Articles

Back to top button
error: