দেশ

মধ্যপ্রদেশে ৪০জন গ্ৰামবাসীর কুয়োতে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে ১১

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের বিদগশায় ৪০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে সেই কুয়োতেই পড়ে গিয়েছিলেন গ্রামের ৫০ জন বাসিন্দা। ঘটনা প্রকাশ্যে আশতেই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, শুরু হয় উদ্ধারকার্য। প্রথম দিন ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তার মধ্যে ১৩ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এদিকে যে শিশুকে নিয়ে এই ঘটনা তার দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শিবরাজ সিং চৌহান এক ট‍্যুইটার বার্তায় বলেন, “২৪ ঘন্টা ধরে উদ্ধার কার্য পরিচালনা করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এখনো দুদিন পর্যন্ত সেখানে নিখোঁজদের উদ্ধার কার্য চলবে‌।” এই ঘটনায় শিবরাজ সিং চৌহান সরকার নিহতদের ৫ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন। একইসঙ্গে তিনি নিহত ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন কেন্দ্র সরকারের তরফ থেকে।

Related Articles

Back to top button
error: