দেশ

ভারত চিন সীমান্ত বিবাদের মাঝেও চীনা ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ভারত!

টিডিএন বাংলা ডেস্ক: ভারত চিন সীমান্ত বিবাদের মাঝেও চিনা ব্যাংক থেকে মোটা টাকা ঋণ নিয়েছে ভারত। এমন কথাই সংসদে জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারত একের পর এক চিনা অ্যাপ ব্যান করলেও চীনের সঙ্গে এখনো কূটনৈতিক এবং আর্থিক সম্পর্ক ছেদ করেনি ভারত। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, চিনা ব্যাংক থেকে ন’হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ভারত।

পরিকাঠামো উন্ময়নের জন্য অবস্থিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে এই ঋণের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। প্রথম চুক্তি স্বাক্ষর হয়েছিল চলতি বছরের ৮ মে। সে সময় ৩,৬৭৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছিল ভারত।এ প্রসঙ্গে উল্লেখ্য ভারত চিন সীমান্ত বিবাদ শুরু হয়েছে এ বছরের মার্চ মাসে। যে সময় এই চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেসময় ভারত চিন সীমান্তের তুমুল বিবাদ চলছে। দ্বিতীয় চুক্তি স্বাক্ষর হয় ১৯ জুন। মোট ৫,৫১৪ কোটি টাকার। এই দ্বিতীয় চুক্তির কয়েকদিন আগেই অর্থাৎ ১৫ জুন গালওয়ান ঘাঁটিতে চিন সেনার হাতে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন ভারতীয় সৈনিক।

সংসদে এই তথ্য প্রকাশ্যে আসার পর চিনের সঙ্গে কেন্দ্রের এহেন সম্পর্ক বহাল রাখার নজিরকে হাতিয়ার করে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় লিপ্ত হয়েছেন বিরোধী দলনেতারা। তাঁদের অভিযোগ যুদ্ধের যোগীর তুলে আসলে দেশের মানুষকে বিব্রত করছে সরকার আর তলে তলে চিনের সঙ্গে সমস্ত সম্পর্কই বজায় রাখছেন তাঁরা।

Related Articles

Back to top button
error: