গ্লোবাল হাংগার ইনডেক্সে ১০৭ দেশের মধ্যে ভারতের স্থান ৯৪; পিছিয়ে রয়েছে নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার থেকে

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার প্রকাশিত গ্লোবাল হাংগার ইনডেক্স ২০২০ অনুযায়ী ভারত বিশ্বের ১০৭ টি দেশের মধ্যে ৯৪ তম স্থানে রয়েছে। ওই রিপোর্ট অনুসারে ভারতের ক্ষুধার মাত্রা ২৭.২, যা গুরুতর। শুধু তাই নয় ভারতের মোট জনসংখ্যার ১৪ শতাংশ পুষ্টিহীন।গ্লোবাল হাংগার ইনডেক্স অনুযায়ী ভারত পিছিয়ে রয়েছে ইন্দোনেশিয়া(৭০), নেপাল(৭৩), পাকিস্তান(৮৮), বাংলাদেশ(৭৫), মতো দেশগুলির থেকে। ১০৭ টি দেশের মধ্যে ১৩ টি দেশের অবস্থা ভারতের চেয়েও সংকটজনক। এই দেশ গুলি হল রাওয়ান্ডা(৯৭), নাইজেরিয়া(৯৮), আফগানিস্তান(৯৯), লিবেরিয়া(১০২), মোজাম্বিক(১০৩), চাড(১০৭)।গতবছর অর্থাৎ ২০১৯ সালে গ্লোবাল হাংগার ইনডেক্সে ১১৭ টি দেশের মধ্যে ভারতের র‍্যাঙ্ক ছিল ১০২। এর আগে ২০১৮ সালে গ্লোবাল হাংগার ইনডেক্সে ১১৯ টি দেশের মধ্যে ১০৩ তম স্থান অধিকার করেছিল ভারত।