মিমকে ভোট দিলে ভারত বিরোধিতা করা হবে, দাবি বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর

টিডিএন বাংলা ডেস্ক: ওয়েইসি বা মিমকে ভোট দেওয়া মানে ভারত যা করছে তার বিরুদ্ধে ভোট দেওয়া। এমনটাই দাবি করলেন বিজেপি বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির তীব্র সমালোচনা করে তেজস্বী সূর্য বলেন, ‘আকবরউদ্দিন ও আসাদউদ্দিন ওয়েইসি যখন উন্নয়নের কথা বলেন তখন খুব হাসি পায়। কারণ, তাঁরা ওল্ড হায়দরাবাদে কোনও উন্নয়নমূলক কাজ বা পরিকাঠামোর কাজ করতে দেন না। সেখানকার মানুষ শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দাতা হিসেবেই তাঁদের চেনে। তাই উন্নয়ন নিয়ে কোনও কথা বলা ওনাদের মুখে মানায় না। ওয়েইসিকে দেওয়া প্রতিটি ভোটের অর্থ হল ভারত ও এই দেশ যা করছে তার বিরুদ্ধে ভোট দেওয়া। এদিন ওয়াইসিকে
মহম্মদ আলি জিন্নার সাথেও তুলনা করেন তিনি।