ভোটার তালিকায় যদি রোহিঙ্গারা থাকেন তাহলে অমিত শাহ কি ঘুমাচ্ছিলেন? বিজেপি সাংসদকে তোপ ওয়াইসির

টিডিএন বাংলা ডেস্ক: ভোটার তালিকায় যদি রোহিঙ্গারা থাকেন তাহলে অমিত শাহ কি ঘুমাচ্ছিলেন? বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে তোপ দিলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এক জনসভায় তিনি বলেন, ‘‘যদি ভোটার তালিকায় ৩০ হাজার রোহিঙ্গা থেকে থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন? উনি কি ঘুমোচ্ছিলেন? ৩০-৪০ হাজার রোহিঙ্গা কী করে ঢুকল সেটা দেখা কি ওঁর কাজ নয়? যদি বিজেপির মধ্যে সততা থাকে তো অন্তত ১ হাজার এরকম নাম উল্লেখ করে দেখাক সন্ধের মধ্যে।’’