দেশ

কোনো বন্ধুবান্ধব ছাড়া পাড়ায় বাস করা বিপদজনক; প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মোদিকে সতর্ক করলেন রাহুল

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের সঙ্গে প্রতিবেশী মিত্র রাষ্ট্রগুলির কূটনৈতিক সম্পর্ক নিয়ে ফের একবার মোদী সরকারকে সচেতন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এপ্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত একটি খবরের কথা উল্লেখ করে রাহুল গান্ধী লিখেছেন,”কোনো বন্ধুবান্ধব ছাড়া পাড়ায় বাস করা বিপদজনক।”

ভারত এবং তার আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী লেখেন,”কংগ্রেস বহু বছর ধরে যে সম্পর্কগুলো তৈরি করেছিল এবং লালন পালন করেছিল মোদী মহাশয় তা ধ্বংস করে দিয়েছেন।কোনো বন্ধুবান্ধব ছাড়া পাড়ায় বাস করা বিপদজনক।”

রাহুল গান্ধী এ প্রসঙ্গে যে সংবাদপত্রের খবরের উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে আর চিনের সাথে ভারতের সম্পর্ক মজবুত হচ্ছে। এই প্রতিবেদনের উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তবে ভারতের পড়শী দেশগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে এর আগেও মোদী সরকারকে সচেতন করেছেন রাহুল।

Related Articles

Back to top button
error: